প্রথমে শুক্রবার, তারপর রবিবার । পরপর দু'বার কেঁপে উঠেছে নেপালের মাটি । হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটার ছবিটা যেন মুহূর্তে পাল্টে গিয়েছে । যেখানেই চোখ যাচ্ছে, সেখানেই শুধু ধ্বংসের ছবি । বাড়ি-ঘর বলে আর কিছুই নেই । নেপালবাসীদের চোখে-মুখে আতঙ্ক । স্বজন হারানোর যন্ত্রণা বুকে । কিন্তু, তার মধ্যেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা ।
ঘর ছেড়ে রাস্তায় থাকতে হচ্ছে, তাবু খাটিয়ে, কিংবা ত্রিপল লাগিয়ে রাতের পর রাত কাটাচ্ছেন নেপালবাসীরা । হাতে হাত মিলিয়ে বাঁচার জন্য নতুন করে লড়াই শুরু করেছেন । সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল সেই ছবি । সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন, একসঙ্গে আগামীর চিন্তা করছেন ।
নেপালে ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । শুক্রবার প্রথম ভূমিকম্প হয় নেপালে । যার জেরে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে পাহাড়র কোলে দেশটা । রবিবার ভোর ৪টে ৩৮ মিনিটে ফের কম্পন অনুভূত হয় । তবে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা কমই ছিল । যার ফলে নতুন করে ক্ষয়ক্ষতি হয়নি ।