বাংলাদেশে (Bangladesh) কার্যত মহামারীর আকার ধারণ করেছে ডেঙ্গু (Dengue)। জানুয়ারি থেকে মশাবাহিত এই রোগে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ ৮ হাজার মানুষ। এবার বাংলাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল, যার জেরে বেজায় উদ্বেগে ওই দেশের সাধারণ মানুষ। রিপোর্ট বলছে, চলতি মরসুমে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০১৭ জন।
WHO-Malaria Vaccine: সেরাম ইন্সটিটিউটের ম্যালেরিয়ার টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশেষজ্ঞরা এই প্রাদুর্ভাবের জন্য দায়ী করেছেন জলবায়ু সংকট এবং ক্রমবর্ধমান তাপমাত্রাকে। অনিয়মিত বর্ষা এবং উষ্ণ তাপমাত্রার জেরে ডেঙ্গুর মশা বাড়ছে। রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিকাঠামো নেই, অভাব রয়েছে পর্যাপ্ত ওষুধ এবং চিকিৎসকেরও। বাংলাদেশে গত বছর ডেঙ্গু জ্বরে মোট ২৮১ জন মারা গিয়েছে,