ভয়াবহ অভিযোগ উঠল বিশ্ববিখ্যাত টেক সংস্থা ওর্যাকল-এর (Oracle) বিরুদ্ধে। ইতিমধ্যেই আমেরিকায় মামলাও করা হয়েছে এই সংস্থার নামে। ওই অভিযোগে জানানো হয় যে, এই বিশ্বখ্যাত সংস্থাটি (Oracle) তাদের 'আন্তর্জাতিক নজরদারি যন্ত্র'-র (Global surveillance system) মাধ্যমে ইতিমধ্যেই ৫০০ কোটিরও বেশি মানুষের তথ্য সংগ্রহ করেছে। যা একেবারেই এইসব মানুষের ব্যক্তিগত জীবনে নজরদারির সমতূল্য।
আরও পড়ুন: বেনজির ঘটনা! সমাধান অধরা! খুলে ফেলতে হল মহম্মদ আলি পার্কের মণ্ডপ
উল্লেখ্য, ওর্যাকল সংস্থাটি তাদের ডেটা কালেকশন সিস্টেমের (Oracle data collection system) মাধ্যমে ব্যক্তিমানুষের নাম, ঠিকানা, ই-মেল, অফলাইন-অনলাইনের আয়-ব্যয়ের হিসেব, তাঁদের দৈনন্দিন জীবনের নানাবিধ তথ্য সহ রাজনৈতিক মতামতও সংগ্রহ করে রেখেছে বলে অভিযোগ। এমনকি, কে কখন কোথা থেকে কতটা সময়ের জন্য অনলাইনে কী কী করছে, তার হিসেবও নাকি রয়েছে ওর্যাকলের কাছে!
ক্যালিফোর্নিয়ার সংবিধান অনুযায়ী, ওর্যাকল (Oracle violated the rules) ফেডারেল ইলেকট্রনিক কমিউনিকেশন প্রাইভেসি অ্যাক্ট লঙ্ঘন করেছে। তার সঙ্গেই লঙ্ঘিত হয়েছে ক্যালিফোর্নিয়া ইনভেশন অব প্রাইভেসি অ্যাক্টও।