টাইটানিকের দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। অভিযুক্ত সংস্থা ওশানগেটের বিরুদ্ধে অনেক অভিযোগ। কিন্তু তাতে কোনও হেলদোল নেই সংস্থার। ওশানগেট ফের টাইটানিক দর্শনের বিজ্ঞাপন দিয়েছে। তাই ওশানগেটের এই বিজ্ঞাপন নিয়ে বেশ বিতর্ক দানা বেঁধেছে।
ওশানগেটের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী বছর, ১২-২০ জুন ফের টাইটানিক দর্শনের ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য খরচ করতে হবে ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। এই খবরচের মধ্যে ডুবোজাহাজে থাকা, খাওয়া, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিযানের সরঞ্জাম সব থাকবে।
অভিযানের প্রথম দিনই যাত্রীদের সেন্ট জন শহরে নিয়ে যাবে ওশান গেট। জাহাজের ক্রু মেম্বারদের সঙ্গে দেখা হবে। এরপরই শুরু হবে টাইটানিক দর্শনের অভিযান। মহাসাগরের ১২ হাজার ৫০০ ফিট গভীরে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। টাইটান সাবমার্সিবেল ডুবোজাহাজে নিয়ে যাওয়া হয় যাত্রীদের।