নেপালে তীব্র ভূমিকম্প। কম্পনের মাত্রা ছিল ৬.৪ ম্যাগনিটিউড। কম্পন অনুভূত হল কলকাতাতেও। কেঁপে উঠেছে দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, নেপালের জাজারকোট জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। ১৪০ জনের বেশি আহত হয়েছেন। মধ্যরাতে এই তীব্র ভূমিকম্পে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। দেশের তিন নিরাপত্তা সংস্থা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে। স্থানীয়রাও প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে।
নেপাল প্রশাসন চারটি হাসপাতালে ভূমিকম্পে আহত মানুষদের চিকিৎসার জন্য খুলে দিয়েছে। দেশের বিমান পরিষেবা বন্ধ করে সব হেলি-অপারেটরদের স্ট্যান্ডবাই মোডে রাখা হয়েছে। যাতে হেলিকপ্টার করে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়, তার নির্দেশ দিয়েছে প্রশাসন।