চার বছর স্বেচ্ছা নির্বাসনের পর অবশেষে ফের পাকিস্তানে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাক রাজনৈতিক মহলের দাবি, তাঁর রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগকে উজ্জীবিত করতেই দেশে ফিরলেন শরিফ। কারণ, ইতিমধ্যেই পাক নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, আগামী বছর জানুয়ারি মাসে সাধারণ নির্বাচন হতে পারে পাকিস্তানে।
দুটি দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী। নওয়াজকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে পাক আদালত। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে লন্ডনে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন শরিফ। তাঁর পাকিস্তানে ফেরার ব্যাপারে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন ভাই শাহবাজ শরিফ। যিনি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে।
গত বৃহস্পতিবার পাক আদালত থেকে রক্ষাকবচ পেয়েছেন নওয়াজ শরিফ। ওই আদালতের নির্দেশে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত গ্রেফতার করা যাবে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।