নতুন নজির গড়লেন নাসার বিজ্ঞানীরা৷ মানুষের শরীর থেকে নিঃসৃত তরল বর্জ্য থেকে ৯৮ শতাংশ শুদ্ধ পানীয় জল তাঁরা বার করতে পেরেছেন। মহাকাশে নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস)যে মহাকাশচারীরা থাকেন, তাঁরাই এই অসাধারণ সাফল্য পেয়েছেন৷ এর ফলে মহাকাশে পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।
আইএসএস হল মহাকাশে ভাসমান একটি স্টেশন, যা পৃথিবীর চারদিকে ঘোরে। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় এই স্টেশনটির অবস্থান। আইএসএসের মহাকাশচারীদের প্রত্যেকের দিনে এক গ্যালন শুদ্ধ জল প্রয়োজন হয়। মানবদেহের বর্জ্য থেকে পানীয় জল তৈরি করা গেলে মহাকাশের জলসংকট অনেকটাই কমবে।
নাসা জানিয়েছে, পরিবেশ নিয়ন্ত্রণ এবং জীবন সুরক্ষা পদ্ধতি (ইসিএলএসএস) ব্যবহার করে মাবদেহের বর্জ্য থেকে ৯৮ শতাংশ পানীয় জল নিষ্কাশন সম্ভব হয়েছে। এই পদ্ধতিতে আগামী দিনে খাবার, জল এবং বাতাসও পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা চলছে। এগুলি সফল হলে আগামীদিনে মহাকাশ অভিযানের বিপুল অগ্রগতি সম্ভব।