James Webb Space Telescope:হাজার আলোকবর্ষ দূরের গ্রহে রয়েছে জল, আকাশে ভাসছে মেঘ

Updated : Jul 21, 2022 08:25
|
Editorji News Desk

এক হাজার আলোকবর্ষ দূরে এমন এক গ্রহের খোঁজ মিলল যেখানে রয়েছে পৃথিবীর মতোই জল ও মেঘ। গ্রহটির খোঁজ পেয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। নাসা প্রকাশ করেছে সেই গ্রহের ছবি।

পৃথিবীর মতো জল রয়েছে এমন গ্রহ যে মহাবিশ্বে আরও থাকতে পারে, এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন মহাকাশ বিজ্ঞানীরা।  নাসার জেমস ওয়েব টেলিস্কোপে তোলা ছবি এবার বিজ্ঞানীদের সেই দাবিকে সমর্থন করল। নাসা জানিয়েছে, ডব্লিউএএসপি-৯৬ নামে মিল্কিওয়ে গ্যালাক্সির এক এক্সোপ্ল্যানেটের ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ। এরকম প্রায় ৫ হাজার এক্সোপ্ল্যানেট রয়েছে। বিজ্ঞানের পরিভাষায় এক্সোপ্ল্যানেট হল সৌরজগতের বাইরে থাকা এমন কোনও গ্রহ, যা পৃথিবীর মতো কোনও এক নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। পৃথিবী থেকে প্রায় ১১৫০ আলোকবর্ষ দূরে ফিনিক্স নক্ষত্রপুঞ্জে রয়েছে ডব্লিউএএসপি-৯৬ এক্সোপ্ল্যানেটটি। এটির ভর বৃহস্পতি গ্রহের অর্ধেকেরও কম কিন্তু ব্যাস বৃহস্পতির ১.২ গুণ বেশি। সৌরজগতের যে কোনও গ্রহের তুলনায় এটি অনেক স্ফীত। তাপমাত্রাও মানুষের বসবাসের অযোগ্য, ৫৩৮ ডিগ্রি সেলসিয়াস।

WB Covid 19 Update: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২৯৭৯ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ জনের

কিন্তু এই গ্রহটির বৈশিষ্ট হল এতে রয়েছে জল ও মেঘ। জেমস ওয়েব টেলিস্কোপে তোলা গ্রহটির ছবি দেখে বিজ্ঞানীর আরও জানতে পেরেছেন যে, গ্রহটি তার নক্ষত্র থেকে খুব একটা বেশি দূরে নেই। আমাদের সৌরমণ্ডলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। তাদের মধ্যে যা দূরত্ব, তার ৯ ভাগের ১ ভাগ দূরত্ব রয়েছে ডব্লিউএএসপি-৯৬ ও তার ‘সূর্যের’। পৃথিবীর হিসেবে মাত্র সাড়ে তিন দিনেই সেই এক্সোপ্ল্যানেট তার নক্ষত্রকে এক পাক ঘুরে ফেলে। কোনও এক্সোপ্ল্যানেট সম্পর্কে এর আগে এত বিশদ তথ্য মহাকাশ বিজ্ঞানীরা পাননি, আর এজন্য তাঁরা কৃতিত্ব দিচ্ছেন জেমস ওয়েব টেলিস্কোপকে। বিজ্ঞানীদের আশা, শীঘ্রই প্রাণের অনুকূল কোনও গ্রহের সন্ধানও এই উন্নত টেলিস্কোপের সাহায্যে পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, জেমস ওয়েব টেলিস্কোপে রয়েছে বিশেষ স্পেকট্রাম, জল, অক্সিজেন, মিথেন, কার্বন-ডাই-অক্সাইডকে চিহ্নিত করতে সক্ষম। এই স্পেকট্রাম ব্যবহার করে বিজ্ঞানীরা জানতে পারবেন ভিনগ্রহের বায়ুমণ্ডলে কতটা জলীয় বাষ্প, কার্বন ও অক্সিজেন রয়েছে, গ্রহের বায়ুমণ্ডলের আনুমানিক তাপমাত্রা ও গভীরতা কত সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য। 

 

NASAgalaxySpace

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির