এক হাজার আলোকবর্ষ দূরে এমন এক গ্রহের খোঁজ মিলল যেখানে রয়েছে পৃথিবীর মতোই জল ও মেঘ। গ্রহটির খোঁজ পেয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। নাসা প্রকাশ করেছে সেই গ্রহের ছবি।
পৃথিবীর মতো জল রয়েছে এমন গ্রহ যে মহাবিশ্বে আরও থাকতে পারে, এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। নাসার জেমস ওয়েব টেলিস্কোপে তোলা ছবি এবার বিজ্ঞানীদের সেই দাবিকে সমর্থন করল। নাসা জানিয়েছে, ডব্লিউএএসপি-৯৬ নামে মিল্কিওয়ে গ্যালাক্সির এক এক্সোপ্ল্যানেটের ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ। এরকম প্রায় ৫ হাজার এক্সোপ্ল্যানেট রয়েছে। বিজ্ঞানের পরিভাষায় এক্সোপ্ল্যানেট হল সৌরজগতের বাইরে থাকা এমন কোনও গ্রহ, যা পৃথিবীর মতো কোনও এক নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। পৃথিবী থেকে প্রায় ১১৫০ আলোকবর্ষ দূরে ফিনিক্স নক্ষত্রপুঞ্জে রয়েছে ডব্লিউএএসপি-৯৬ এক্সোপ্ল্যানেটটি। এটির ভর বৃহস্পতি গ্রহের অর্ধেকেরও কম কিন্তু ব্যাস বৃহস্পতির ১.২ গুণ বেশি। সৌরজগতের যে কোনও গ্রহের তুলনায় এটি অনেক স্ফীত। তাপমাত্রাও মানুষের বসবাসের অযোগ্য, ৫৩৮ ডিগ্রি সেলসিয়াস।
WB Covid 19 Update: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২৯৭৯ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ জনের
কিন্তু এই গ্রহটির বৈশিষ্ট হল এতে রয়েছে জল ও মেঘ। জেমস ওয়েব টেলিস্কোপে তোলা গ্রহটির ছবি দেখে বিজ্ঞানীর আরও জানতে পেরেছেন যে, গ্রহটি তার নক্ষত্র থেকে খুব একটা বেশি দূরে নেই। আমাদের সৌরমণ্ডলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। তাদের মধ্যে যা দূরত্ব, তার ৯ ভাগের ১ ভাগ দূরত্ব রয়েছে ডব্লিউএএসপি-৯৬ ও তার ‘সূর্যের’। পৃথিবীর হিসেবে মাত্র সাড়ে তিন দিনেই সেই এক্সোপ্ল্যানেট তার নক্ষত্রকে এক পাক ঘুরে ফেলে। কোনও এক্সোপ্ল্যানেট সম্পর্কে এর আগে এত বিশদ তথ্য মহাকাশ বিজ্ঞানীরা পাননি, আর এজন্য তাঁরা কৃতিত্ব দিচ্ছেন জেমস ওয়েব টেলিস্কোপকে। বিজ্ঞানীদের আশা, শীঘ্রই প্রাণের অনুকূল কোনও গ্রহের সন্ধানও এই উন্নত টেলিস্কোপের সাহায্যে পাওয়া যেতে পারে।
উল্লেখ্য, জেমস ওয়েব টেলিস্কোপে রয়েছে বিশেষ স্পেকট্রাম, জল, অক্সিজেন, মিথেন, কার্বন-ডাই-অক্সাইডকে চিহ্নিত করতে সক্ষম। এই স্পেকট্রাম ব্যবহার করে বিজ্ঞানীরা জানতে পারবেন ভিনগ্রহের বায়ুমণ্ডলে কতটা জলীয় বাষ্প, কার্বন ও অক্সিজেন রয়েছে, গ্রহের বায়ুমণ্ডলের আনুমানিক তাপমাত্রা ও গভীরতা কত সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য।