নেপোলিয়ানের বন্দুক ! কোনও ওটিটি প্ল্যাটফর্মে বাংলার সিরিজের নাম নয়। সত্যিকারের বন্দুক। একটা নয়, দুটো। যা আজ থেকে ২১০ বছর আগে ব্যবহার করতেন ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট। শোনা যায়, এই বন্দুকের একটি দিয়ে নাকি তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কারণ, লিপজিগের যুদ্ধের পর নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। সে যাইহোক, ২১০ বছর পর তাঁর জোড়া বন্দুক এবার নিলামে উঠল। যাঁর দাম উঠল ১৮ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় মাত্র ১৫ কোটি টাকা।
জানা গিয়েছে পিস্তলের নির্মাতা প্যারিসের লুইস-মারিন গোসে। গত রবিবার এই হাতুড়ির নীচে রাখা হয়েছিল এই পিস্তল দুটিকে। এর সঙ্গে ছিল বারুদ রাখার বাক্স এবং বারুদ ভরার লাঠিও। শনিবার ফরাসি সরকার এই নিলামের কথা ঘোষণা করেছিল। ৩০ মাসের জন্য পিস্তল দু’টি বিদেশে নিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়।
ইতিহাস বলছে, ফঁতেনব্লু প্রাসাদেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন নেপোলিয়ান। বেঁচে যান এক পরিচারকের বুদ্ধিমত্তায়। ইতিহাস গবেষকদের দাবি, বুদ্ধি করে সেই সময় কার্তুজ সরিয়ে নেওয়া হয়েছিল। সোনা ও রুপো দিয়ে কাজ করা এই পিস্তলের নিলাম হয়েছে দক্ষিণ ফ্রান্সে। নিলাম করেছে ওসেনার নামে এক নিলামকারী প্রতিষ্ঠান।