আজ নববর্ষ। শুভ ১৪৩০। বছরের প্রথম দিনে প্রথমবার মার্কিন মুলুকের নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী টাইমস স্কয়ারের পাদদেশে গানে গানে চলল বর্ষবরণ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বৈশাখী মেলার উদ্বোধন করেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস্। বাংলাদেশের শিল্পীরা শতকণ্ঠে গেয়ে উঠলেন, 'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা...এসো হে বৈশাখ এসো এসো। '
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রবীন্দ্রনাথ রায়, রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কলকাতা থেকে উপস্থিত ছিলেন কমলিনী মুখোপাধ্যায় ও নন্দনা দেব সেন। একুশে পদকপ্রাপ্ত নৃত্য সারথী মুক্তিযোদ্ধা লায়লা হাসানও ছিলেন উপস্থিত। সকলের পরনে লাল পার সাদা শাড়ি, পুরুষ বন্ধুরাও ধুতি পাঞ্জাবিতে সেজেছেন। বিদেশের মাটিতে সগৌরবে চলল বাংলা গানে মুখর বর্ষবরণের উদযাপন।