Bangladesh: কার নেতৃত্বে বাংলাদেশের গণ আন্দোলন? হাসিনার পদত্যাগের মূল কারিগরের নাম প্রকাশ করলেন ইউনুস

Updated : Sep 26, 2024 21:29
|
Editorji News Desk

চলতি বছরের ৫ অগাস্ট পদত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘটনার পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে পড়শি দেশে। এবার শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর বিস্ফোরক মন্তব্য, হাসিনাকে পদ থেকে সরানোর জন্য আটঘাট বেঁধে নামা হয়েছিল। এবং পুরো আন্দোলনের পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। 

বর্তমানে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় রয়েছেন মহম্মদ ইউনুস। সেখানে একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ওই অনুষ্ঠানে বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে একাধিক তথ্য ফাঁস করেন। তাঁর দাবি,  পিছনে থেকে পুরো আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন মহফুজ আবদুল্লাহ। যাঁর নাম অনেকেই জানেন না। এমনকি কোনওদিনই প্রকাশ্যে আসেননি তিনি। 

কিন্তু মহফুজ আবদুল্লাহ কে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারীর ভূমিকায় রয়েছেন মহফুজ। শপথ নেওয়ার পরই মহফুজকে নিজের সহকারী পদে বসিয়েছিলেন স্বয়ং ইউনুস। 

কী কী কাজ করেছেন মহফুজ? 
ইউনুস জানিয়েছেন, ছাত্রদের পরিচালনা করা, আন্দোলন সংগঠিত করা, স্লোগান, ধরনা, কর্মসূচি সবকিছুর রূপরেখা তৈরি করে দিলেন মহফুজ আবদুল্লাহ। মাত্র ৩৫ বছর বয়স তাঁর। প্রকাশ্য়ে খুব কমই এসেছেন। 

ইউনুসের বক্তব্য, পুরো আন্দোলন ছাত্রদের দ্বারাই পরিচালনা করা হয়েছিল। পুরোটাই ছিল অত্যন্ত গোছানো। নেতৃত্ব এমনভাবে সাজানো হয়েছিল যাতে কেউ ধরা পড়ে গেলেও আন্দোলন থামতো না।   

Muhammad Yunus

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির