প্রসবকালীন অসহ্য যন্ত্রণা এড়াতে ভারতে অনেকেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন৷ তবে বিদেশে সেই সুযোগ কম। মা ও সন্তানের স্বাস্থ্যের কথা ভেবে স্বাভাবিক প্রসবের উপরেই জোর দেন চিকিৎসকরা৷ তবে সেই ভয়ঙ্কর কষ্ট অনেক সময় অসহ্য হয়ে ওঠে৷ হবু মাকে ভালো রাখতে তখন বহু কিছু করেন চিকিৎসক ও নার্সরা৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১ বছরের মহিলা বিফি হেল ঘটালেন উলটপুরাণ! প্রসবের যন্ত্রণা ভুলতে তিনি নিজেই গান ধরলেন। গান গাইতে গাইতেই সন্তানের জন্ম দিলেন তিনি। টানা ৫ ঘণ্টা গিটার বাজিয়ে বিফিকে সঙ্গ দিলেন স্বামী ব্র্যান্ডন।
বিফি জানিয়েছেন, সুঁচে তাঁর খুব ভয়। তাই হাসপাতালে যাবেন না বলেই স্থির করেছিলেন৷ কিন্তু শরীরের অবস্থা বিবেচনায় শেষ পর্যন্ত হাসপাতালে যেতেই হয়েছিল।
প্রসবের যন্ত্রণা লাঘব করতে গান গাইতে শুরু করেন বিফি। টানা ৫ ঘণ্টা তাঁর গানের সঙ্গে গিটার বাজান ব্র্যান্ডন। প্রসবের এই পুরো সময়টাকে তাঁরা 'ভ্যাকেশন' বলে উল্লেখ করেছেন। একটি ফুটফুটে সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বিফি। প্রসবের সময় যন্ত্রণাবোধও হয়েছে অনেক কম। মা এবং সন্তান দুজনেই ভালো আছেন।