লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (Line Of Actual Control) পরিস্থিতি শান্ত করায় সহমত ভারত ও চিন (India and China)। ব্রিকস সম্মেলনের (BRICS Summit 2023) ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা হয় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। বৃহস্পতিবার একথা জানান, ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা। তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমনে চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে এটি সরকারি দ্বিপাক্ষিক বৈঠক ছিল না।
২০২০ সালের পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তার পর থেকেই তেতে ওই এলাকা। দুদেশের সম্পর্কও তলানিতে ঠেকে। এবার সম্পর্ক ঠিক করতে একমত হলেন দুই রাষ্ট্রনেতা।
আরও পড়ুন: মাত্র ১৪ দিন চাঁদের জমিতে কাজ করবে রোভার প্রজ্ঞান, কেন এত কম মেয়াদ!
পূর্ব লাদাখের সীমান্ত সমস্যা মেটাতে চলতি মাসে চুশুল-মলডো সীমান্তবর্তী এলাকায় বৈঠক করেন দুই দেশের সেনাকর্তারা। কিন্তু ফলপ্রসূ হয়নি একাধিক বৈঠক। এবার চিনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।