বন্ধু তোমায় যে গান শোনাব বিকেল বেলায় !
সেই বিকেল কি আসবে ফেব্রুয়ারি মাসে ? কারণ, দুই বন্ধুর সাক্ষাতের দিকেই তাকিয়ে তামাম দুনিয়া। ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরুর পর এই প্রথমবার বন্ধুর সঙ্গে হাত মেলাতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিফোনে তাঁদের এই ব্যাপারে কথা হয়ে গিয়েছে। বিদেশমন্ত্রক যা স্বীকার করেছে। তবে, মোদী কবে আমেরিকা যাচ্ছেন, তা সরকারি ভাবে এখনও জানানো হয়নি।
ট্রাম্প 2.0-তে ছিলেন না মোদী। ডিসির শপথ অনুষ্ঠানে প্রথম সারিতে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনৈতিক মহল দাবি করছে, ওয়াশিংটনে ওই দিনই মোদী-ট্রাম্প বৈঠকের রাস্তা তৈরি করেছিলেন জয়শঙ্কর। কিন্তু ইমিগ্রেশন পলিসি নিয়ে ট্রাম্প সরকারের নীতি খানিকটা ধাক্কা দিয়েছিল ভারতকে।
দিল্লি মনে করছেন, সেই জট কাটাতেই ফেব্রুয়ারিতে মোদীর আমেরিকা সফর। চার বছরের ফারাকে ওয়াশিংটনের মসনদে ফিরেছেন ট্রাম্প। তাঁর সঙ্গে দিল্লির থেমে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কে এবার ঝালিয়ে নিতে চান ভারতের প্রধানমন্ত্রী। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য তাঁদের আলোচনার মূল অ্যাজান্ডা হতে পারে বলেই দাবি কূটনৈতিক মহলের। সেই তালিকায় থাকতে পারে ইন্দো-মার্কিন সামরিক বাণিজ্য।
ইতিমধ্যেই বাংলাদেশকে নতুন অর্থ সাহায্য করা হবে না বলেই জানিয়েছে ওয়াশিংটন। যা দিল্লির কাছে খুশির খবর বলেই দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে মোদী-ট্রাম্প বৈঠকই এখন পাখির চোখ তামাম দুনিয়ার।