Jennifer Pamplona : কিম কার্দাশিয়ান হতে গিয়ে ৪০ বার সার্জারি, আবার পুরনো চেহারায় ফিরতে চাইছেন এই মডেল

Updated : Jul 19, 2022 15:25
|
Editorji News Desk

অনেকের জীবনেই একজন আইডল থাকেন । দেখা যায়, তাঁকে, তাঁর জীবনধারাকে অনুসরণ করে চলতে চান । সেরকমই,মডেল জেনিফার প্যামপ্লোনার (Jennifer Pamplona) আদর্শ কিম কার্দাশিয়ান (Kim Kardashian) । কিমের মতো নিজেকে তৈরি করতে চেয়েছিলেন । বলা ভাল, কিমের মতোই মুখ, চেহারা পেতে চেয়েছিলেন । কোটি কোটি টাকা খরচ করে নিজের সেই ইচ্ছে পূরণও করেন । কিন্তু, যে চেহারা পেতে এত কষ্ট করেছিলেন জেনিফার, এবার সেই চেহারাতেই বিরক্ত তিনি । নিজের পুরানো চেহারা ফিরে পেতে চাইছেন । তার জন্য আরও কোটি কোটি টাকা খরচ করছেন জেনিফার (Jennifer Pamplona's surgery) ।

জানা গিয়েছে, নিজেকে কিম কার্দাশিয়ানের মতো দেখানোর জন্য প্রায় ৪০টি কসমেটিক সার্জারি করেছেন। ১২ বছর ধরে বিভিন্ন সার্জারির মাধ্যমে নিজেকে কিমের মতোই করে তুলেছিলেন । খরচ হয় প্রায় ৬ লাখ ডলারের বেশি । এখন তার আগের চেহারায় ফিরে পাওয়ার জন্য খরচ করেছেন ৯০ লাখের বেশি । 

আরও পড়ুন, Starbucks: ভারতীয় বাজার ধরতে 'দেশি' মেনু স্টারবাক্সের, তালিকায় আসছে মশলা চা, ফিল্টার কফি
 

প্যামপ্লোনা জানিয়েছেন, তিনি শিক্ষিত, কাজ করেছেন । ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত । কিন্তু, তিনি স্বীকৃতি পেয়েছেন, শুধুমাত্র তিনি কিম কার্দাশিয়ানের মতো দেখতে বলে । এই খ্যাতি, এই স্বীকৃতিতে এখন তিনি বিরক্ত । প্রসঙ্গত, মাত্র ১৭ বছর বয়সে প্রথম অস্ত্রোপচার করিয়েছিলেন প্যামপ্লোনা । এখন তাঁর বয়স মাত্র ২৯ বছর ।

পামপ্লোনা জানিয়েছেন, তিনি বুঝেছেন যে, অস্ত্রপোচার একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল তাঁর কাছে । খ্যাতির জন্য, অর্থের জন্য একটার পর একটা অস্ত্রোপচার করেছেন । নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন ।খ্যাতি পেয়েছেন, অর্থও এসেছে । কিন্তু, শেষপর্যন্ত খুশি ছিলেন না । পুরানো নিজেকে ফিরে পাওয়ার জন্য ইস্তানবুলের এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন । প্যামপ্লোনাকে আগের চেহারা ফিরিয়ে দেওয়ার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি । এখন নিজেকে ফিরে পেতে মরিয়া পামপ্লোনা । তাঁর বিশ্বাস, সবরকম আবার আগের মতো হবে । যেন পুনর্জন্ম হবে তাঁর ।

Jennifer PamplonaKim Kardashian

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির