ইজরায়েলের উপর রকেট হামলা চালানোর অভিযোগ উঠল লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকি, ওই হামলার পিছনে ইরানেরও হাত রয়েছে বলেও অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানকে এই হামলা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন। এদিকে এই হামলার জেরে নতুন করে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, ইজরায়েলের আকাশে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে আলোর গোলা। যদিও ইজরায়েলের দাবি, তাদের কাছে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ডিভাইস। যার মাধ্যমে মাটিতে পড়ার আগেই ওই রকেটগুলিকে নিষ্ক্রিয় করা সম্ভব হচ্ছে। তবে বেশ কয়েকটি রকেট ইজরায়েলের মাটিতে আঘাত করেছে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম এবং সংবাদসংস্থা।
ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লা। তাদের তরফে জানানো হয়েছে, এই হামলায় ইজরায়েলের কয়েকজন নাগরিক প্রাণ হারিয়েছেন।
আগে থেকেই ইজরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, হামাসকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে হিজবুল্লা। এবার তাদের তরফেই ইজরালের উপর হামলার ঘটনা স্বীকার করা হল।
কী কারণে হামলা?
ইজরায়েলের উপর কেন হিজবুল্লা হামলা চালানো হল সেবিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি। তবে সম্প্রতি লেবাননের দুটি গ্রামে হামলা চালিয়েছে ইজরায়েল এবং হিজবুল্লার সামরিক বাহিনীর সিনিয়ার কমান্ডারকে হত্যা করেছে তারা। তার বদলা নিতেই হামলা চালানো হয়েছে।