২০২১ এ তাঁর ওপর হামলা হয়, তাঁকে ধর্ষণের চেষ্টা চলে। আত্মরক্ষার্থে ধর্ষকে হত্যা করেছিলেন রোক্সানা রুইজ। রোক্সানার ৬ বছরেরও বেশি সময়ের জন্য কারাদণ্ড ঘোষণা করল মেক্সিকোর আদালত। সঙ্গে মৃত ধর্ষকের পরিবারকে মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই মহিলাকে।
আদালতের রায় 'বৈষম্যমূলক', বলছেন নিগৃহীতার আইনজীবী। মহিলারা সবটুকু দিয়ে আত্মরক্ষার চেষ্টা করতে পারবেন না, আদালতের এই রায়ে মহিলাদের কাছে এমন বার্তাই পৌঁছল বলে মনে করছেন রোক্সানার আইনিজীবী। ধর্ষণ হওয়া থেকে বাঁচতে মহিলাদের আত্মরক্ষার অধিকারটুকুও নেই? এই রায়ের পর প্রশ্ন তুলছেন অনেকেই।
সাধারণত আইন অনুযায়ী ভিক্টিমের পরিচয় গোপন রাখাই নিয়ম। কিন্তু রোক্সানা নিজেই জনসমক্ষে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসেন এবং নিজের পরিচয় প্রকাশের অনুমতি দেন।