সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক কর্মচারীকে সপ্তাহে তিনদিন অফিসে আসতেই হবে। এমন নীতিই প্রণয়ন করতে চলেছে মেটা। সংস্থা রিমোট ওয়ার্কিং মোডে কোপ ফেলতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের। গত কয়েকমাসে মেটায় বিপুল ছাঁটাইপর্ব চলার পর উৎপাদনক্ষমতা আরও বাড়াতে রীতিমতো উঠেপড়ে লেগেছে এই বিশ্বখ্যাত সংস্থা। এমনটাই জানাচ্ছে ব্লুমবার্গের সূত্র।
মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ গত মার্চ মাসেই জানিয়েছিলেন যে, একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে অন্তত তিনদিন কর্মক্ষেত্রে নিজেদের সহকর্মীদের সঙ্গে বসে কাজ করলে ইঞ্জিনিয়ার কর্মীদের উৎপানক্ষমতা কয়েকগুণে বেড়ে যায়।
সেই কারণেই সেপ্টেম্বর মাস থেকে এই 'তিনদিনের অফিস' নীতি মেটা চালু করতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহালমহল।