বিতর্ক যেন কিছু ছাড়ছে না রাশিয়ার(Russia)। হঠাৎই নেটদুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপের(Europe) বিস্তীর্ণ এলাকা। জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, ইটালি, পোল্যান্ড সহ ইউরোপের একটি বড় অংশে ইন্টারনেট পরিষেবা ব্যাহত। ঘটনার নেপথ্যে রয়েছে রাশিয়া, অভিযোগ আমেরিকার(America)।
ইউটেলস্যাট নামে ওই স্যাটেলাইট সংস্থাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, ইউক্রেন-সহ বিভিন্ন দেশেই নেট পরিষেবা(Net facility) স্তব্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, ফ্রান্সের স্পেস কমান্ডের প্রধান মাইকেল ফ্রিডলিংয়ের দাবি, এর নেপথ্যে রয়েছে রুশ সাইবার হানা(Russian Cyber Attack)। তাঁর দাবি, ইউক্রেন(Ukraine) ছাড়াও ইউরোপের বিরাট অংশে সাইবার হানার ফলে নেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জার্মানি এবং মধ্য ইউরোপেরও তথৈবচ অবস্থা।
আরও পড়ুন- Ukraine Crisis: ১০ দিন যুদ্ধের পর অবশেষে স্বস্তি ইউক্রেনে, সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত রাশিয়ার
যদিও রাশিয়ার(Russia) তরফে এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দেশের মধ্যে যুদ্ধবিরোধী(Anti-war statement) এবং ইউক্রেনের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট রুখতে ফেসবুক, টুইটারে নিষেধাজ্ঞা এনেছে রাশিয়া(Russia)। পাশাপাশি, রুশ সেনাকে নিয়ে ভুয়ো খবর রটালে সর্বোচ্চ সাজা হিসেবে ১৫ বছরের কারাদণ্ডের নতুন আইন এনেছে পুতিন সরকার।