প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত বাংলাদেশ। ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। শুধু ঝোড় নয় সঙ্গে দোসর ভারী বৃষ্টি। যার জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে।
ওই দ্বীপের মাঝরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া-সহ সব এলাকা মিলিয়ে কমপক্ষে ৩৪০টি বাড়ি ভেঙে গিয়েছে। সমুদ্রের জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গিয়েছে কয়েকটি গ্রাম। ভেঙে পড়েছে একাধিক গাছপালা।