Manipur Violence : মৃত ৬০, আহত ২০০-র বেশি, শান্তি বজায় রাখার আবেদন মণিপুরের মুখ্যমন্ত্রীর

Updated : May 09, 2023 11:44
|
Editorji News Desk

এক সপ্তাহ হতে চলল । হিংসা বিধ্বস্ত পরিস্থিতি মণিপুরে (Manipur Violence ) । ঘটনায় মৃত্যু হয়েছে ৬০ জনের , আহত দু'শোর বেশি । এই আবহে অবশেষে মুখ খুললেনমুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh) । জনতার কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেন  । সেইসঙ্গে যাঁরা এই পরিস্থিতির জন্য দায়ী,তাঁদের রেয়াত করা হবে না । তার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করা হবে । শুধু তা-ই নয়, যাঁরা পরিস্থিতি সামলাতে এবং নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাঁদেরও কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি ।

টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "হিংসায় এখনও পর্যন্ত ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন । আঘাত পেয়েছেন ২৩১ জন । তা ছাড়া, কমপক্ষে ১৭০০ বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ।" যানবাহন চলাচল যাতে ব্যহত না হয়, তার জন্যও জনতাকে অনুরোধ জানিয়েছেন তিনি । একইসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন । বীরেন জানান, হিংসার প্রথম দিন থেকে শাহ এই পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিয়েছেন। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন ।

আরও পড়ুন, The Kerala Story : বাংলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, সুপ্রিম কোর্টে দ্য কেরালা স্টোরির প্রযোজকরা
 

মুখ্যমন্ত্রী আরও জানান, মণিপুরের বিভিন্ন প্রান্তে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের সবরকম সাহায্য করা হচ্ছে । নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । এখনও পর্যন্ত ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে । আরও ১০ হাজার মানুষ আটকে আছেন ।

Manipur Violence

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির