বন্ধুর বিয়ে । বরের বিশেষ দিন স্মরণীয় করে তুলতে নানারকম সারপ্রাইজ প্ল্যান করেন তাঁর বন্ধুরা । আর সেইসব সারপ্রাইজের ভিডিও প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যায়, কখনও নাচ-গানের মধ্যে বিশেষ সারপ্রাইজ দিচ্ছে বন্ধুরা, কখনও আবার বন্ধু ও তার বউকে অদ্ভুত উপহার দিয়ে হাসি-ঠাট্টায় ভরিয়ে তুলছে বিয়ের আসর । তবে, সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বরের বন্ধুদের কীর্তি দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা ।
শিকাগোর একটি ভিডিও ভাইরাল হয়েছে । সেখানে দেখা যাচ্ছে,বিয়ের দিন বন্ধুকে চমকে দিতে শাড়ি পরছেন তাঁর পুরুষ বন্ধুরা । বর ভারতীয় বংশোদ্ভূত । তাঁর দুই বন্ধুর মধ্যে আবার একজন বিদেশি । বন্ধুকে সারপ্রাইজ দিতে সিল্কের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ,কপালে টিপ পরে তৈরি হয়েছে তাঁরা । ভিডিয়োতে আরও দেখা গেল বউয়ের জন্য অপেক্ষা করছে বর । কিন্তু, পিছন ফিরতেই অবাক বরমশাই । বউ নেই, বরং তাঁর বদলে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে তার দুই বন্ধু । বন্ধুদের এমন কীর্তি দেখে বেশ মজাই পেয়েছেন বরমশাই ।
ভিডিওটি এখন নেটমাধ্যমে ভাইরাল । এমন কাজ যে একমাত্র বন্ধুদের দ্বারাই সম্ভব, বলছেন নেটিজেনদের একাংশ । পুরুষদের এমনভাবে পরিপাটি শাড়ি পরতে দেখে অবাক নারীরাও ।