ল্যাপটপ, ইন্টারনেটের যুগে সামান্য হলেও বই পড়ার আগ্রহ কমে গিয়েছে মানুষের মধ্যে । কিন্তু, এখনও এমন মানুষ আছেন, যাঁদের বর্তমান যুগে যথার্থই বইপ্রেমী বলা যায় । সেরকমই এক ৯৪ বছরের বৃদ্ধার বইপ্রেমের কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral News) । জানা গিয়েছে, ১৪ বছর বয়স থেকে তিনি যা যা বই পড়েছেন, তার সব হিসেব রেখেছেন । ঠাকুমার সেই বইপ্রীতি (Book Lover) সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার বেন মেয়ার্স নামে এক ব্যক্তি ।
সম্প্রতি টুইটারে ওই ব্যক্তি কতগুলি নথির ছবি পোস্ট করেছেন । সেখানে দেখা যাচ্ছে, বইয়ের নামের লম্বা তালিকা । ক্যাপশনে লিখেছেন, তাঁর ৯৪ বছরের ঠাকুমা ১৪ বছর বয়স থেকে যা যা বই পড়েছেন তার সব ক’টির নাম লিখে রেখেছেন এভাবে । গত ৮০ বছরে তিনি মোট ১,৬৫৮টি বই পড়েছেন। দুই সপ্তাহে দিনে গড়ে একটি করে বই পড়ে সম্পূর্ণ করেছেন বৃদ্ধা । বেন জানিয়েছেন, তাঁর ঠাকুমা পড়াশোনা শেষ করার সুযোগ পাননি । এমন এক মানুষের পক্ষে এতগুলি বই পড়ে শেষ করা বড় বিষয় ।
আরও পড়ুন, AI Job Opening in India: এআই-এর জন্য বিপুল বেতনের ৪৫,০০০ নতুন চাকরির সম্ভাবনা দেশে
বেনের এই পোস্টকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা । নেক শেয়ার এবং রিটুইটও হয়েছে পোস্টটি । এমন বইপ্রেমী মানুষের কাহিনি অনুপ্রেরণা জোগাচ্ছে নেটিজেনদেরও ।