প্রায় ১০ ঘণ্টা প্ল্যাঙ্ক পজিশন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন চেক রিপাবলিকের জোসেফ সালেক। গত ২০ মে পিলসেনের পার্ক হোটেলে 'অবতার ফেস্টিভেল'-এ এই রেকর্ড গড়েন সালেক।
জানা গিয়েছে, অ্য়াবডোমিনাল প্ল্যাঙ্ক পজিশনে সালেক ৯ ঘণ্টা ৩৮ মিনিট ৪৭ সেকেন্ড ছিলেন। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল সোয়ালির নামে।
রেকর্ড গড়ার পর সালেক জানিয়েছেন, "পাঁচ বছর আগে আমি ১৫ কিলো ওভারওয়েট ছিলাম। নিয়মিত অ্যালকোহল ও সিগারেট খেতাম। জীবনের কিছু ঘটনায় আমি পরিবর্তিত হই। তাই আমি সবাইকে বলতে চাই, বয়স যাই হোক, যে কোনও সময় পরিবর্তন আনা যায়। স্বাস্থ্য ঠিক থাকা অত্যন্ত প্রয়োজন। রেকর্ড ভাঙার পর এই বার্তাই দিতে চাই।