'ভ্যালেন্টাইন্স ডে'-তে গরুকে আলিঙ্গনের নির্দেশ দেয় কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ। দেশজুড়ে চরম অসন্তোষের আঁচ পেতেই তা তড়িঘড়ি প্রত্যাহার করে নেয় এই কেন্দ্রীয় সংস্থা। এবার সেই বিষয়েই কেন্দ্রকে খোঁচা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় কেন্দ্রকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “গরুকে জড়িয়ে ধরার আগে ১০ লক্ষ টাকার বিমা করে দিন। আমরা নিশ্চিত আলিঙ্গন করব। এখানেই না থেমে তিনি স্বাস্থ্যসাথীর কথাও উল্লেখ করেন। গরু গুঁতিয়ে দিলে বিনামূল্যে চিকিৎসার জন্য যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাও সোমবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
'ভ্যালেন্টাইন্স ডে'-তে গরুকে আলিঙ্গন করুন বা জড়িয়ে ধরুন। তবেই, মানসিক সমৃদ্ধি আসবে, সুখ বৃদ্ধি হবে। বিজ্ঞপ্তি জারি করে ভারতবাসীর কাছে এমনই আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ। ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine's Day) দিন প্রেমদিবস পালন করেন যুগলরা। এই বিশেষ দিনে এমন আর্জি শুনে দেশজুড়ে তীব্র অসন্তোষ দানা বাঁধে। এর তিনদিনের মাথায় দেশজুড়ে প্রবল বিতর্ক শুরু হতেই নির্দেশ প্রত্যাহার করে কেন্দ্র।
আরও পড়ুন- Mamata Banerjee: রাজ্যে মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক, বুধবার বিধানসভায় মুখোমুখি মমতা-শুভেন্দু