Jhargram Tiger Safari: পর্যটকদের জন্য সুখবর, ঝাড়গ্রামে তৈরি হবে নতুন টাইগার সাফারি, জানালেন মুখ্যমন্ত্রী

Updated : Aug 10, 2024 07:40
|
Editorji News Desk

পর্যটকদের জন্য রাজ্যের পক্ষ থেকে নেওয়া হল জরুরি উদ্যোগ। ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টাইগার সাফারি চালু করতে খরচ হবে আনুমানিক দশ কোটি টাকা। রাজ্যের শিলিগুড়ি তে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই টাইগার সাফারি তৈরির কাজ শুরু করা হবে। সাফারি চালু হলে তা দেখার জন্য বহু মানুষ আসবেন বলে আশা জেলা প্রশাসনের। যা পর্যটন ক্ষেত্রে আরও পোক্ত করবে ঝাড়গ্রামের স্থান।

উল্লেখ্য, এই রাজ্যের প্রথম টাইগার সাফারি তৈরি হয়েছিল শিলিগুড়িতে। ঝাড়গ্রামে দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে।

ঝাড়গ্রামে একটি শপিং মল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর বিক্রিতে জোয়ার আনতে এই উদ্যোগ। খড়গপুর ঝাড়গ্রাম নিয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরির কথাও ঘোষণা করেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই অনুষ্ঠানে বলেন, 'ক্ষমতায় আসার পর আদিবাসী উন্নয়ন দফতর চালু করেছি। ২০১১-র তুলনায় এর বাজেট এখন সাত গুণ বৃদ্ধি হয়েছে। ট্রাইবাল অ্যাডভাইসরি কাউন্সিল গঠন করেছি। সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। রাজারহাটে আদিবাসী ভবন তৈরি হয়েছে। আগামী দিনে ঝাড়গ্রাম কালিম্পংয়েও আদিবাসী ভবন তৈরি হবে।'

Jhargram

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির