Israel: ফিলিস্তিন বন্দিদের গণধর্ষণ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ, সেনাদের শাস্তি চান না অধিকাংশ ইজরায়েলি!

Updated : Aug 20, 2024 21:58
|
Editorji News Desk

দীর্ঘদিন ধরেই চলছে ইজরায়েল এবং হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধ। এই পরিস্থিতিতে একটি সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে ইজরায়েলি ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। ওই রিপোর্টে জানা গিয়েছে, অধিকাংশ ইজরায়েলি জিউস মনে করছেন ফিলিস্তিন মহিলাদের উপর অত্যাচার করার অভিযোগ উঠেছে যে সব ইজরায়েলি সেনার বিরুদ্ধে তাঁদের শাস্তি পাওয়া উচিত নয়। 

কী ঘটেছিল?  
গত বছরের অক্টোবর মাস থেকে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে। তারপর প্রচুর ফিলিস্তিন মহিলাকে আটক করেছে ইজরায়ের সশস্ত্র বাহিনী। অভিযোগ তারপর তাঁদের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। 

জুলাই মাসে এক ফিলিস্তিন মহিলাকে যৌন নির্যাতন এবং গণধর্ষণের অভিযোগে নয়জন ইজরায়েল সশস্ত্র বাহিনীর জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁদের কড়া শাস্তি হোক এমটা চাইছেন না ইহুদিরা। 

সোমবার INSS এর তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, ৬৫ শতাংশ ইহুদিরা চাইছেন, যে নয়জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে পাঁচ জনকে সেনাবাহিনীর তরফে শুধুমাত্র শাস্তি দেওয়া হয়। তবে তাঁদের বিরুদ্ধে যেন কোনও ক্রিমিন্যাল চার্জ অর্থাৎ ফৌজদারি অভিযোগ না দায়ের করা হয়। এমনকি মাত্র ২১ শতাংশ আইনজীবী ওই পাঁচ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার পক্ষে মত দিয়েছেন। 

Palestine

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির