শাড়ি পরে ম্যারাথন । দেখেছেন বা শুনেছেন কোনওদিন ? বিদেশের মাটিতে এমনই কাণ্ড ঘটিয়েছেন এক ভারতীয় নারী । সবাই যখন শর্টস, গেঞ্জি পরে দৌড়চ্ছেন, তখন তাঁদের পাশ দিয়ে হাসিমুখে লাল টুকটুকে সম্বলপুরী শাড়ি পরে দৌড়লেন ৪১ বছরের মধুস্মিতা জেনা । সেই ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল । কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসা । মধুস্মিতাকে ওড়িশার গর্ব বলছেন অনেকে ।
১৬ এপ্রিল ছিল ব্রিটেনের ম্যাঞ্চেস্টার ম্যারাথন । সেখানেই শাড়ি পরে ৪ ঘণ্টা ৫০ মিনিটে ৪২.৫ কিলোমিটার দৌঁড়েছেন মধুস্মিতা । ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে,লাল রঙের সম্বলপুরী শাড়ি পরে ম্যাঞ্চেস্টার ম্যারাথনে দৌড়চ্ছেন আর সঙ্গে হাসি মুখে দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন । শাড়ি পরেও যে দৌড়ানো যায়, এটাই তিনি প্রমাণ করে দিলেন । মধুস্মিতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা । অনেকে বলছেন, ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সফল ভাবে বিদেশের মাটিতে তুলে ধরেছেন তিনি । মধুস্মিতা জানিয়েছেন, তাঁর অনুপ্রেরণা মা এবং ঠাকুমা ।
জানা গিয়েছে, মধুস্মিতার ওড়িশায় জন্ম । তবে, এখন ইংল্যান্ডে প্রবাসী ভারতীয় মধুস্মিতা । সেখানেই একটি স্কুলে শিক্ষকতা করেন ।