লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে বাতাস দূষিত হয়ে উঠছে। এলাকায় স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।এলাকাবাসী-কে মাস্ক পড়তে বলা হয়েছে Administration - এর তরফে ।জানা গিয়েছে, আগামী এক সপ্তাহে ফের নতুন করে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।
একদিকে আগুন , অন্যদিকে এরই মধ্যে বেড়ে উঠেছে চুরি । চুরির অভিযোগে নতুন করে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।এখনও পর্যন্ত মোট ৩৯ জন গ্রেফতার হয়েছে লুটপাট , চুরির ঘটনায় । যারা আটক , তাদের মধ্যে দু'জন দমকল কর্মী সেজে লুট করতে আসে বলে অভিযোগ ।
Administration-এর তরফে জানানো হয়েছে,ছুরি, লুটের অভিযোগ প্রমাণিত হলে কয়েক বছরের হাজতবাস হতে পারে অভিযুক্তের।চুরি , লুট আটকাতে নিরাপত্তা বাড়ানো হয়েছে ।লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, চুরি লুট আটকাতে ন্যাশনাল গার্ডের ৪০০ জন নিরাপত্তা কর্মী কাজ করছেন।
ভয় বাড়ছে লস অ্যাঞ্জেলেসে
লস অ্যাঞ্জেলেস দাবানলের এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু,
১৬ জনের মৃতদেহ ইটন এলাকায় ,৮ জনের দেহ পালিসেইডস -এ পাওয়া গিয়েছে।এখনও ২৩ জন নিখোঁজ ।লস অ্যাঞ্জেলেসে বাতাসের গতি বাড়ছে ।নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছড়িয়ে পড়িয়েছে ।
লিডিয়া, হার্স্ট, প্যালিসেইডস, ইটন, কেনেথ এলাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আসেন, যার জেরে ভয় বাড়ছে এলাকাবাসীর মনে ।
প্যালিসেইডসের তিনশ পরিবার গৃহহীন
ইটনে ইতিমধ্যেই ১৪ হাজার ১১৭ একরের মতো এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে।
প্যালিসেইডসে ২৩ হাজার ৭১৩ একর জায়গা জুড়ে আগুন ছড়িয়েছে ।
Donald Trump লস অ্যাঞ্জেলেসের এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন বাইডেন সরকারকে , অন্যদিকে জো বাইডেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যাবস্থা করা হয়েছে।