অসুস্থতার অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার বাসিন্দা ২৩ বছরের লিলি তাই। সেই আবেদনে সাড়া মিলেছিল। অবশেষে অস্ট্রেলিয়ার সময় বুধবার এই পৃথিবী ছেড়ে চলে গেলেন লিলি। মৃত্যুর আগে জীবনের শেষ ইচ্ছা পূর্ণ করলেন। সমুদ্রতটে গিয়ে খেলেন ফ্রেঞ্চ ফ্রাই৷ নিলেন নরম পানীয়ের স্বাদ। তারপর মাত্র ১০ সেকেন্ডে ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
দক্ষিণ অ্যাডিলেডের ফ্লিন্ডার্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন লিলি অটো-ইমিউন অটোনমিক গ্যাগ্লিয়োনোপ্যাথি (এএজি)-র সমস্যায় ভুগছিলেন। কিশোরীবেলা থেকেই তিনি অসুস্থ। খেতে পারতেন না। হাঁটাচলা বন্ধ। সেই সঙ্গে সমস্ত শরীরে অসহনীয় যন্ত্রণা।
লিলিকে রাখা হয়েছিল অ্যাডিলেডের হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ারে৷ বহু চেষ্টাতেও উপশম হয়নি। এবার যন্ত্রণা থেকে পাকাপাকি ভাবে মুক্তি পেতেই পৃথিবীকে বিদায় জানালেন লিলি।