জলের মধ্যেই আগুন !
আর সেই আগুনে (FIRE) শেষ হয়ে গেল কমপক্ষে ৩৬টি তরতাজা প্রাণ। শীতের রাতে বাংলাদেশে (BANGLADESH) যাত্রিবাহী লঞ্চে ভয়াভয় অগ্নিকাণ্ডে
অগ্নিদগ্ধ আরও ৯০ জন। স্থানীয় ঝালকাঠির এই ঘটনায় স্থানীয় প্রশাসন সূত্রে খবর, নিখোঁজ বেশ কয়েকজন যাত্রী।
প্রশাসন সূত্রে খবর, সুগন্ধী নদীতে লাগে ‘এমভি-১০ অভিযান’ নামের ওই লঞ্চটিতে। প্রায় হাজার জন যাত্রী নিয়ে ঢাকা (DHAKA) থেকে বরগুনা যাচ্ছিল ওই লঞ্চ। মাঝনদী আগুন
লাগার পর লঞ্চটিকে আনা হয় দিয়াকুল গ্রামে। প্রাথমিক তদন্তে অনুমাণ, লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। তার মধ্যে প্রাণে বাঁচতে
নদীতে ঝাঁপ দেন অনেক যাত্রী।
ঘন কুয়াশার জন্য প্রথম দিকে উদ্ধারে বেগ পেতে হয়। তবে ভোর পাঁচ থেকে সাড়ে পাঁচটার মধ্যে দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনেন। আহতদের মধ্যে ৭৫ জনকে
বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আরও ১৫ জন।