২০২২ সালে সারা বিশ্বে মোট ৮৮ জন সাংবাদিক খুন হয়েছেন। টুইটে এমনই জানালেন করলেন রাষ্ট্রপুঞ্জের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলিতে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। তার জেরেই এত সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে টুইটে উল্লেখ করেছেন তিনি।
এর আগে জানুয়ারি মাসে সংশ্লিষ্ট একটি তথ্য প্রকাশ করেছিল ইউনেস্কো। সাংবাদিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল ওই তথ্যে। উল্লেখ্য সাংবাদিক মৃত্যু নিয়ে শুধু আন্তর্জাতিক সংগঠনগুলিই নয়, বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠনগুলিও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সময়ে।
ইউনেস্কোর প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালে মোট ৯৯ জন সাংবাদিকের মৃত্যু হয়েছিল। তারপর সেই সংখ্যাটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছিল। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই তিন বছরে গড়ে ৫৮ জন সাংবাদিক খুন হন। কিন্তু ২০২২ সালে সেই সংখ্যাটা এক লাফে ৮৮ হয়ে গিয়েছে।