ভিনগ্রহীদের উপস্থিতি টের পেলেন লাস ভেগাসের একটি পরিবার। পরিবারের সদস্যদের দাবি, নিজের বাড়ির পিছনের দিকে এলিয়েন দেখেছেন। এই ঘটনার কয়েকদিন আগে আমেরিকা গোয়েন্দা সংস্থার এক অবসরপ্রাপ্ত অফিসার জানিয়েছিলেন, যাতায়াতের জন্য ভিনগ্রহীদের গাড়ির লম্বা লাইন দেখেছিলেন তিনি।
ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১ মে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে লাস ভেগাসের পুলিশ। সেখানে দেখা যাচ্ছে, সবুজ রঙের একটি আলো আকাশের দিক থেকে নেমে আসছে। এরপরেই ভিনগ্রহীদের যাতায়াতের তত্বটি আরও জোরালো হয়েছে।
লাস ভেগাসের ওই পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন,বাড়ির পিছনের দিকে তাঁরা প্রায় ৮ ফিট লম্বা এক ধরনের প্রাণী দেখেছেন। যার চোখগুলি ছিল বিরাট বড়। এবং তাঁরা নিশ্চিত করে পুলিশকে জানিয়েছেন, ওই প্রাণীটি মানুষ নয়।