বিদেশে হিন্দু মন্দির । অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমেরিকার নিউ জার্সিতে উদ্বোধন হল বৃহত্তম হিন্দু মন্দিরের । ১২ বছর ধরে ১৮৫ একর জমিতে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি গড়ে উঠেছে । মন্দিরের চোখ ধাঁধানো কারুকাজ ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে ।
নিউ জার্সির রবিন্সভিলে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির (Swaminarayan Akshardham) উদ্বোধন উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছিল । আলো ও আতশবাজির রোশনাইয়ে ঢেকে গিয়েছিল নিউ জার্সির আকাশ । উদ্বোধনী অনুষ্ঠান চলছে প্রায় ৯ দিন ধরে । অবশেষে রবিবার মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মোহন্ত স্বামী মহারাজ । মন্দিরে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 'প্রাণ প্রতিষ্ঠা' করেন ।