রাশিয়ার (Russian) রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মিনিট খানেকের মধ্যেই রাজধানী কিয়েভে (Kyiv) ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দিল রাশিয়ার সেনা বাহিনী (Ukraine Russia crisis)। বৃহস্পতিবার সকাল থেকেই কিয়েভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর এসেছে (Ukraine Russia crisis)। অন্যদিকে, তারাও যে চুপ করে থাকছে না, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে ইউক্রেন সরকার (Ukraine Russia crisis)। রুশ আক্রমণের খানিকক্ষণের মধ্যেই ইউক্রেনের বিদেশমন্ত্রী (Ukraine foreign minister) টুইট (Tweet) করে লেখেন, 'পুতিনের সেনাবাহিনী পুরোদস্তুর আগ্রাসন শুরু করেছে। তবে, ইউক্রেন মাথা নত করবে না। আত্মরক্ষা করে জয়ী হবে'।
আরও পড়ুন: যুদ্ধ শুরু! ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের
একের পর এক বিস্ফোরণের মধ্যে কয়েকটির ছবি দেখে চমকে গিয়েছে আন্তর্জাতিক মহল।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইউক্রেন আক্রমণের কথা ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রাষ্ট্রপুঞ্জের (United Nations) অনুরোধেও গা করেননি তিনি।
শুধু তাই নয়, পুতিনের (Vladimir Putin) হুঙ্কার, রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে কেউ 'নাক গলালে তার ফল কারও জন্য ভাল হবে না'।
তিনি (Vladimir Putin) আরও জানিয়েছিলেন, পূর্ব ইউক্রেনের বাসিন্দাদের রক্ষা করার জন্যই এই আক্রমণ (Ukraine Russia crisis)। যদিও, পুতিনের এই দাবিকে 'যুদ্ধের অজুহাত খাড়া করা' বলে নস্যাৎ করে দিয়েছে আমেরিকা।