ছিল মদ, হয়ে গেল হিরে! এ জগতে প্রতিদিন এমন এমন ঘটনা ঘটে, যার কথা জানতে পারলে চোখ কপালে উঠে যেতে বাধ্য যে কোনও সাধারণ মানুষের। ২০০৮ সালে তেমনই একটি ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির একদল বিজ্ঞানীরা। বিশ্বব্যাপী মদ্যপায়ীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় টাকিলা শটস থেকে তৈরি করে ফেলেছিলেন হিরে!
আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা সত্যিই ঘটিয়েছেন তাঁরা। কিন্তু, এই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন কী করে? এই আবিষ্কারের নেপথ্য কাহিনি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলসা করেন ওই বৈজ্ঞানিকদের দলের এক সদস্য ডক্টর অ্যাপাটিকা। তিনি বলেন, "প্রথমে আমরা তরল টাকিলাকে অতি উষ্ণতায় রেখে বাষ্পে পরিণত করি। তারপর সেই বাষ্পের অণুগুলিকে আরও ক্ষুদ্র পরমাণুতে ভাগ করা হয়। ফের তাপমাত্রা বাড়িয়ে প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়। এর ফলে যে কার্বন পরমাণুগুলি সৃষ্টি হয়েছিল, সেগুলি থেকেই তৈরি হয় হিরের একটি অতি পাতলা চাদর'।
অর্থাৎ, আপনি টাকিলা খেতে ভালোবাসেন বলে, আর তা থেকে হিরে বানানো হয়েছে শুনেই যদি আজ থেকেই এই কাজে ঝাঁপিয়ে পড়েন, তাহলে সে গুড়ে বালিই। ডক্টর অ্যাপাটিকার ব্যাখ্যাতেই মালুম, এ জিনিস নেহাত আনকোরাদের কম্মো নয়!