স্টেশনে আচমকাই ছুরি হাতে এলোপাথাড়ি কোপ। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। শনিবার সকাল আটটা নাগাদ প্যারিসের গেয়ার দে লিয়ন স্টেশনে ভিড় জমতে শুরু করেছে তখন। হাতে ধারাল ছুরি নিয়ে এক ব্যক্তি পরপর কোপ মারতে শুরু করেন যাত্রীদের। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। পুলিশ কিছুক্ষণের মধ্যেই ওই হামলাকারীকে গ্রেফতার করে। ওই হামলাকারী কোন দেশের নাগরিক, তা জানা যায়নি।
গত ডিসেম্বরেই প্যারিসে ছুরি হাতে হামলার ঘটনা ঘটে।২৬ বছর বয়সি ফরাসি-ইরানিয়ান বংশোদ্ভূত এক যুবক ছুরি হামলা করে। ২০২২ সালের ডিসেম্বরেও প্যারিসের রাস্তায় হামলা চালায় এক বন্দুকবাদ। শনিবার ওই হামলাকারীকে কোনও স্লোগান দিতে শোনা যায়নি। কোন দেশের তাও জানা যায়নি। তবে পুলিশ ধৃতের কাছ থেকে, ইতালিতে গাড়ি চালানোর লাইসেন্স উদ্ধার করেছে।