কোনো রাখঢাক নয়, ফিসফাস নয়, অস্বস্তি নয়, সন্তান রূপান্তরকামী (transgender) ছিলেন,লিঙ্গান্তরের পর মেয়ে হয়েছেন, সগর্বে ঘোষণা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক খালেদ হোসেইনি (Khaled Hosseini)।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখক জানিয়েছেন, হ্যারিসের (Haris Hosseini) এই লড়াইয়ের কথা তিনি গত এক বছর ধরেই জানতেন। নানা শারীরিক, মানসিক, সামাজিক ঝড় ঝঞ্ঝা পার করে হ্যারিসের স্বপ্ন সত্যি হয়েছে। বাবা হিসেবে গর্বিত 'কাইট রানার' (Kite Runner)-এর লেখক।
NASA: নক্ষত্রের মৃত্যুর মুহূর্ত ধরা পড়ল ওয়েব টেলিস্কোপে, একগুচ্ছ ছবি সামনে আনল নাসা
জন্মসূত্রে পুরুষ ছিলেন, সেখান থেকে নিজেকে চেনা, তারপর মহিলা হওয়ার সিদ্ধান্ত, লম্বা এই পথ হ্যারিসের জন্যেও গোলাপে বিছোনো না থাকলেও, এই পথে তাঁর পরিবারকে পাশে পেয়েছেন তিনি।
খালেদ জানিয়েছেন, তিনি এখন দুই মেয়ের গর্বিত বাবা। হ্যারিসের সাহস, নিজেকে চেনার জানার ইচ্ছে, তাঁদের পরিবারকে নির্ভীক ভাবে সত্যের সামনে দাঁড়াতে, রূপান্তরকামীদের লড়াইয়ের প্রতি সংবেদনশীল হতে শিখিয়েছে।
সন্তানের পাশে, নিজের মেয়ের পাশে সবসময় থাকবেন বাবা, লিখেছেন খালেদ। তাঁর সমস্ত সিদ্ধান্ত তাঁরা সমর্থন করবেন।