যুদ্ধ বিধ্বস্ত গাজায় আটকে পড়ে সাহায্যের আর্তি জানিয়েছিলেন। শেষমেশ ইজরায়েলের ভারতীয় দূতাবাসের সাহায্যে উদ্ধার করা হল কাশ্মীরি মহিলা নাজির শাবু এবং মেয়ে করিমাকে। সোমবার সন্ধ্যায় গাজ়া থেকে রাফা সীমান্ত পেরিয়ে মিশরে প্রবেশ করেছেন মা-মেয়ে।
গাজ়া থেকে স্থলপথে বের হওয়ার এক মাত্র রাস্তা হল রাফা ক্রসিং। সম্প্রতি গাজ়ায় ত্রাণ পাঠানোর জন্য এবং বিদেশি, আহতদের চলাচলের জন্য এই ক্রসিং খোলা হয়েছে। সেই পথেই গাজা থেকে বেরিয়ে মিশরে প্রবেশ করেন লুবনা।
যুদ্ধ বিধ্বস্ত গাজায় এখনও মারা গিয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ যাদের দুই তৃতীয়াংশ শিশু ও মহিলা। ১০ অক্টোবর পিটিআইকে বার্তা দিয়ে বাঁচানোর আবেদন জানিয়েছিলেন কাশ্মীরি লুবনা।