দেশবাসীকে খোলা চিঠি লিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন৷ মাত্র চার মাস পরেই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও একবার ডেমোক্র্যাট প্রার্থী হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট, ৮১ বছরের বাইডেন৷ তিনি সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাটদের প্রার্থী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
দেশবাসীর উদ্দেশে লেখা খোলা চিঠিতে বাইডেন লিখেছেন, 'দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমার সরে দাঁড়ানো প্রয়োজন। আমার মেয়াদের বাকি সময়টুকু একনিষ্ঠ ভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে চাই।' ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বাইডেন৷ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে এই বিষয়ে আরও বিস্তারিত বলবেন।
বৃদ্ধ জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিলই৷ প্রেসিডেন্সিয়াল বিতর্কসভায় বাইডেনের আচরণ অসংলগ্ন ছিল বলে অনেকের মত৷ তিনি ট্রাম্পের সব প্রশ্নের উপযুক্ত জবাব দিতে পারেননি৷ কথাও জড়িয়ে যাচ্ছিল। এই নিয়ে তাঁকে রীতিমতো কটাক্ষ করেন ট্রাম্প।
বাইডেন সরে দাঁড়ানোয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী হতে পারেন। এছাড়াও ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার দৌড়ে আছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও।