আমন্ত্রণ জানানো সত্বেও ২৬ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সরকারি সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। এদিকে পরের মাসেই কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি সঠিক সময়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে সেখানেও বাইডেন থাকবেন না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে সংবাদ সংস্থা PTI জানিয়েছে, কোয়াড সম্মেলনের সময় পরিবর্তন হতে পারে।
গত সেপ্টেম্বর মাসে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। তবে ভারতের তরফে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
এদিকে সংবাদ সংস্থা PTI জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে কোয়াড সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু ওই সম্মেলন জানুয়ারি মাসে না হয়ে পরবর্তী সময়ে হতে পারে।
একটি সরকারি সূত্র PTI-কে জানিয়েছে, "২০২৪ সালের মাঝামাঝি বা শেষের দিকে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। আমরা নতুন দিন ধার্য করার চেষ্টা করছি। সমস্ত কোয়াড সদস্যদের সঙ্গে আলোচনার পরেই ওই দিন চূড়ান্ত করা হবে।