যৌন অপরাধ সংক্রান্ত আইনে বড়সড় সংস্কার আনল জাপান । যৌনসম্পর্কের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৩ থেকে বাড়িয়ে করা হল ১৬ । এছাড়া, সংস্কার করা আইনে 'সম্মতিবিহীন যৌন সম্পর্ক' নিয়েও নয়া ব্যাখ্যা দেওয়া হয়েছে । উল্লেখ্য, ২০১৯-এ ধর্ষণের মামলায় বেশ কয়েকজন অভিযুক্ত বেকসুর খালাস পেয়ে যান। তার চার বছর পর যৌনসঙ্গমে সম্মতির ক্ষেত্রে আইনে বদল আনল জাপান সরকার ।
নতুন আইনে আটটি পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। আগে জোর করে যৌন সম্পর্ক স্থাপনকেই ধর্ষণ হিসেবে জাপানে গণ্য করা হত। বর্তমানে আইন অনুযায়ী, এই ধরনের ঘটনার ক্ষেত্রে নির্যাতিতার সম্মতি ছিল কিনা, তা খতিয়ে দেখার কথা উল্লেখ করা হয়েছে । সঙ্গমে সম্মতির ক্ষেত্রে আগে জাপানে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ১৩ বছর। নয়া আইনে এই বয়স বাড়িয়ে ১৬ বছর করা হয়েছে । নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন জাপানের বহু স্বেচ্ছাসেবী সংগঠন । উল্লেখ্য, যৌন সঙ্গমে সম্মতির ক্ষেত্রে ব্রিটিশ আইনে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে ১৬ বছর। ফ্রান্সে ১৪ বছর, জার্মানি ও চিনে তা ১৩ বছর ধার্য করা হয়েছে।
এছাড়া, নতুন আইন অনুযায়ী, যদি কোনও কিশোর দম্পতির বয়স ১৬ বছর বা তার বেশি হয়, তা হলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। ১৬ বছরের কম বয়সী কেউ যৌন সঙ্গমে লিপ্ত হলে, তা শাস্তি যোগ্য অপরাধ বলে গণ্য হবে।