স্বর্গের নন্দনকানন ঠিক কেমন দেখতে? তা তো আর পক্ষে জানা সম্ভব নয়। আমরা কেবল কল্পনা করতে পারি। প্রকৃতির লীলাখেলায় এই পৃথিবীর কিছু জায়গা যেন হয়ে ওঠে সাক্ষাৎ স্বর্গের নন্দনকাননের মতোই সুন্দর। তেমনই কয়েকটি জায়গা আছে জাপানে।
হোক্কাইডোর ওজোরা হিগাশিমোকোটো শিবাজাকুরা পার্ক এখন গোলাপী রঙে ভরে গিয়েছে। 'ফ্লক্স' নামের এক ফুল ছেয়ে ফেলেছে গোটা শহরকে। ফুল, ফুল আর ফুল। গোটা শহরটা যেন ফুলের গালচের উপরে হাঁটছে, শুয়ে আছে ফুলের বিছানায়।
কলকাতা যখন হাঁসফাঁস করছে তীব্র দাবদাহে, অথবা প্রবল বৃষ্টিতে ভিজে কাদা মেখে হাঁটছে, তখন জাপানের এমন ফুলশোভা কি আমাদের একটু হিংসুটে করে তুলবে? করুক না! সুন্দরকে হিংসে করায় দোষ নেই৷ তবে সেই হিংসেয় যেন মুগ্ধতা মিশে থাকে।