বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো 'ইত্যাদি'-র শুটিং-ও যেন এক উৎসবই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ঠ্যগুলিকে তুলে ধরাই এই শো-এর মূল উদ্দেশ্য। এই শো-এর মাধ্যমেই মিলে যায় খুলনা থেকে যশোর, বরিশাল থেকে চট্টগ্রাম। উপস্থাপক হানিফ সংকেত বহু বছর ধরেই এই শো-এর মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণের হৃদয়ে স্থান পেয়েছেন। শুক্রবার 'ইত্যাদি'-র সাম্প্রতিকতম এপিসোডটি সম্প্রচারিত হবে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। সম্প্রচারের সময় যথাক্রমে রাত আটটা এবং রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট।
শুক্রবারের এপিসোডে থাকবে সিলেট-এর বিখ্যাত মৌলবীবাজারের প্রসঙ্গ। থাকবে মৌলবীবাজারের ঘন সবুজ জঙ্গল, চা-বাগান, হ্রদ এবং অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের কথা এবং দৃশ্যও।