রোম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আলবানো লেক । এই লেকের উপরেই রয়েছে ইউক্রেনীয় মঠ । কয়েকদিন আগেও জায়গাটা ছিল ফাঁকা, মাত্র পাঁচটা লোকের বাস ছিল । আজ সেই মঠই ২১ জন মহিলা ও শিশুর আশ্রয়স্থল । প্রত্যেকেই ইউক্রেনের বাসিন্দা । রাশিয়ার আক্রমণের পর দেশ ছেড়ে সবাই চলে এসেছে । আশ্রয় নিয়েছে এই মঠে ।
প্রত্যেকেই নিজের দেশে, নিজের বাড়িতে ফিরতে চাইছেন । কিইভের বাসিন্দা ৫০ বছরের ভিক্টোরিয়া মাইখাইলিনার আশা, পরিস্থিতি স্বাভাবিক হবে । তাঁরা খুব তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন । তিনি বলেন, "আমরা আমাদের দেশেই থাকতে চাই । পোল্যান্ড, ইতালি যেতে চাই, এখানের সংস্কৃতিকে বুঝতে চাই, তবে একজন ট্যুরিস্ট হিসাবে । আমরা নিজেদের বাড়ি ফিরতে চাই ।"
ভিক্টোরিয়া তাঁর মেয়ে দাসা ও নাতনি আলিসাকে নিয়ে এখানে চলে এসেছে । দাসার স্বামীকে ইউক্রেনেই থাকতে হচ্ছে । কিন্তু, মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে দাসা । তাঁরা বাড়ি ফিরতে চাইছে । দাসা জানাচ্ছেন, "মেয়ে আলিসা তাঁর বাবাকে, বন্ধুদের খুব মিস করছে । এখানে আমরা আর থাকতে চাইছি না ।"
শুধু আলিসা নয়, তাঁর মতো কত শিশু এখানে রয়েছে, যাঁরা বাড়ি ফিরতে চাইছে । তাঁরা হাসছে, খেলছে ঠিকই । কিন্তু, মন পড়ে রয়েছে সেখানে, যেখানে বন্ধু রয়েছে, দেশের মাটির গন্ধ রয়েছে ।
শিশুদের ভবিষ্যৎ সম্পর্কে মঠের ফাদার ওরেস্ট কোজাক জানাচ্ছেন, তাদের প্রথমে কিছুটা শান্তি দরকার । তাদের আমরা জানাচ্ছি না যে, তাঁদের এখানে অনেকদিনের জন্য থাকতে হবে ।