বিভিন্ন ধরনের ক্যাফেতে গিয়ে আড্ডা ও সময় কাটাতে কার না ভালোলাগে! বিশেষ করে সেই ক্যাফের ইন্টিরিয়র যদি মনের মতো হয়, তাহলে তো কথাই নেই! এবার যদি শোনেন, কন্ডোমকে থিম করে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক ক্যাফে, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে ব্যাঙ্ককে। ওই ক্যাফের ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটেও। 'কন্ডোমস অ্যান্ড ক্যাবেজেস' নামের ওই ক্যাফেটি তৈরি হয়েছে সেফ সেক্সের ধারণার ওপর ভিত্তি করে। যার ইন্টিরিয়রে ম্যানিকুইন থেকে ক্রিসমাস ট্রি, ঝুলন্ত ল্যাম্প থেকে শুরু করে রয়েছে সবকিছুই। আর, তার সঙ্গেই রয়েছে, বিভিন্ন রঙের কন্ডোমও।
নেটিজেনরা রীতিমত উচ্ছ্বসিত এই ক্যাফেটি ও তার নেপথ্যের ধারণাটি নিয়ে। পরেরবার ব্যাঙ্ককে গেলে একবার না একবার ঢুঁ মারবেনই এই কন্ডোম ক্যাফেতে, এমন কথাও জানিয়েছেন অনেক উৎসাহীই।