আমেরিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নাচে-গানে তাঁকে স্বাগত জানালেন নিউইয়র্কের ভারতীয় প্রবাসীরা । বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভিড় করেছিলেন প্রবাসীরা । তাঁর হোটেলের বাইরেও দেখা গেল একই ছবি ।
প্রধানমন্ত্রীর হোটেলের বাইরে দেখা গেল, নাচে-গানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে । ভারতীয় পোশাকেই সেজেছেন প্রবাসীরা । অনেকের হাতে ভারতের পতাকা । অনেকের জ্যাকেটে আবার দেখা গেল মোদীর মুখ । প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছতেই তাঁকে দেখার জন্য ভিড় উপচে পড়েন । নরেন্দ্র মোদীও সকলের উদ্দেশে হাত নেড়ে অভ্যর্থনা জানান ।
প্রথম দিনই নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ অধিবেশনে নেতৃত্ব দেবেন তিনি । এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ২১ জুন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত, এক ঘণ্টা রাষ্ট্রসংঘের সদর দফতরের উত্তরের লনে এই বিশেষ যোগ অধিবেশন । ঐতিহাসিক যোগ অধিবেশনে অংশ নেবেন রাষ্ট্রপুঞ্জের শীর্ষ কর্তারা । এছাড়া থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা ।