রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানা অনুষ্ঠান, উদযাপন । তবে, শুধু, দেশ নয়, রামবিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে সামিল বিদেশও । বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে মেতেছেন প্রবাসী ভারতীয়রা । নিউইয়র্কের টাইম স্কোয়্যারে দেখা গেল সেই ছবি । ঢোল নিয়ে নাচ-গান, মিষ্টি বিতরণ...ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্যে রঙিন হয়ে উঠল টাইমস্কোয়্যার ।
নিউইয়র্ক টাইমস্কোয়্যারে উদযাপনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা গেল বিলবোর্ডে রামের ছবি জ্বলজ্বল করছে । চারিদিকে শুধু পতাকা, যেখানে লেখা 'জয় শ্রী রাম' । আলোয় ঝলমল করছে চারপাশ । দেখা গেল একে একে সেখানে ভিড় করছেন ভারতীয়রা । প্রত্যেকের পরনে ট্র্যাডিশনাল পোশাক । দেখলে কে বলবে, এটা বিদেশের মাটি ।
ভিডিওতে দেখা গেল, কেউ ভজন, কীর্তন গাইছেন, কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ আবার সেই ঢোলের তালে নাচছেন । দেশের সংস্কৃতি,ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরলেন সেখানে বসবাসকারী ভারতীয়রা । মিষ্টি বিতরণ করতেও দেখা গেল ।