ইজরায়েলে যুদ্ধকালীন পরিস্থিতি। গাজার জঙ্গিগোষ্ঠী হামাসের আক্রমণের পর পাল্টা আঘাত হেনেছে ইজরায়েল। এই অবস্থায় ইজরায়েলে উচ্চশিক্ষা করতে গিয়ে আটকে আছেন একাধিক ভারতীয় পড়ুয়া। পরিবারের লোকরাও চিন্তা করছেন। পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় দূতাবাস ও ইজরায়েল পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
কোয়েম্বাটুরের বাসিন্দা বিমল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ২ বছর আগে তিনি ইজরায়েলে পড়াশোনা করতে আসেন।খারাপ পরিস্থিতি ছিলই। কিন্তু এতটা খারাপ হয়ে যায়নি। এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। গাড়ি জ্বলছে, গুলি চলছে। সত্যি ভয়ের। তবে তাঁর এলাকা সম্পূর্ণ নিরাপদ বলেই জানিয়েছেন।
তামিলনাড়ুর এক ছাত্রী আদিত্য জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের একজন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ওরা জানিয়েছে, ভবিষ্যতের জন্য় ওরা আমাকে জানাবে। খাবার নিয়ে কী হবে, এখনও জানি না।