শুধু দেশ নয়, বিদেশেও সমান জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। কিন্তু ছোটদের মহলেও যে তাঁর এত জনপ্রিয়তা, তা কে জানত? কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপানে(Narendra Modi on Japan tour) পৌঁছেছেন মোদী। সোমবার তাঁকে হোটেলে স্বাগত জানাতে উপস্থিত ছিল জাপানি বালক ইজুকি। ছিলেন জাপানে বসবাসকারী ভারতীয়রাও। কিন্তু প্রধানমন্ত্রীর মন জয় করে নিল ইজুকি। অটোগ্রাফের অপেক্ষায় থাকা ছোট্ট ইজুকির মুখে স্পষ্ট হিন্দি শুনে অবাক হয়ে যান স্বয়ং প্রধানমন্ত্রী।
সোমবার ভোরেই জাপানের রাজধানী টোকিওতে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী(Prime Minister of India)। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হবে এবার কোয়াড সামিটে। পাশাপাশি আছে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও। ঠাসা কর্মসূচির আগেই একটি হোটেলে যান মোদী(PM Narendra Modi)। সেখানে অনাবাসী ভারতীয়রা একটি সংবর্ধনার আয়োজন করেন। সেখানে প্রধানমন্ত্রীর সই নিতে হাজির হয় এই 'বিস্ময় বালক'(Wonder Boy in Japan)।
আরও পড়ুন- WHO honoured ASHA workers:কোভিড কালে অনন্য অবদান, আশাকর্মীদের সম্মান জানাল ‘হু’
পঞ্চম শ্রেণির পড়ুয়া ইজুকি নিজের হাতে আঁকা ভারতীয় পতাকা(Indian Flag) দিয়ে স্বাগত জানায় ভারতের প্রধানমন্ত্রীকে। সেখানে হিন্দি, ইংরাজি, জাপানিতে ভারতের প্রধানমন্ত্রীর জন্য স্বাগতবার্তা লেখা ছিল। তবে ইজুকি ছাড়াও জাপানের আরও কিছু শিশুর সঙ্গেও আলাপ সারেন মোদী(Narendra Modi)। নরেন্দ্র মোদীর দেখা পেয়ে উচ্ছ্বসিত ইজুকি জানায়, সে খুব বেশি হিন্দি বলতে না পারলেও বুঝতে পারে। প্রধানমন্ত্রী তাঁর সব কথা বুঝতে পেরেছেন। সেও নরেন্দ্র মোদীর(Narendra Modi) স্বাক্ষর পেয়ে খুব খুশি।